- কোলেস্টেরল ও উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং ওজন কমাতে চাইলে ইসুবগুলের ভুসি খেয়ে যান। পাশাপাশি টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্য এটা এক দারুণ পথ্য।পেটের প্রায় সব ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পেটের প্রায় সব ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে এই দানা হতে পারে এক উত্তম ওষুধ। পেট ঠাণ্ডা রাখতে এর ভূমিকা অনন্য।পাইলস আক্রান্ত হলে এই দানার সাথে প্রতিদিন তিন থেকে চারবার ইসুবগুলের ভুসির শরবত করে খেলে আরোগ্য হয়